Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

                                                                      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                                                                   ০৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদ

                                                                         ফুলবাড়ীয়া , ময়মনসিংহ।

 

   বিষয়: ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (ইউ ডি সি সি ) সভার কার্যবিবরণী

   সভাপতি: এডভোকেট মো: মফিজ উদ্দিন মন্ডল, চেয়াম্যান ,বালিয়ান ইউনিয়ন পরিষদ

   পরিচালনায়: মো: মোসত্মাফিজুর রহমান, সচিব , বালিয়ান ইউনিয়ন পরিষদ

   স্থান: বালিয়ান ইউ পি কার্যালয়, তেলীগ্রাম , ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।

   তারিখ: ২০/০১/২০১৩ ইং

   সময়: বেলা ১১.০০ ঘটিকা

            প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরম্ন হয়। কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন ইউ পি সদস্য জনাব রেহানা আক্তার লাইজু।সভাপতি সাহেবের অনুমতিক্রমে সভা পরিচালনা করেন ইউ পি সচিব মো: মোসত্মাফিজুর রহমান ।

             সভাপতি সাহেব প্রথমে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং প্রারম্ভিক বক্তব্যে ইউ ডি সি সি এর প্রয়োজনীয়তা ও গুরম্নত্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা, জন অংশগ্রহণমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্প প্রণয়ন ও বাসত্মবায়ন করে দ্রম্নত গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে ইউ ডি সি সি সভা সময়োপযোগী ও বাসত্মবমূখী একটি পদÿÿপ। অত:পর নিমণবর্ণিত আলোচনা ও সিদ্ধামত্মসমূহ গৃহীত হয়।

 

ক্র:

নং

আলোচ্যসূচী

             আলোচনা

   সিদ্ধামত্ম

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/

ব্যক্তি

০১

কৃষি উন্নয়ন

ইউনিয়ন পর্যায়ে কৃষকদের গুটি ইউরিয়া ব্যবহারে দÿ করে তোলার মাধ্যমে অর্থ সাশ্রয় ও কৃষি উন্নয়নের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ফসলের ÿতিকারক পোকামাকড় রোধে আই পি এম পদ্ধতি, পোকার ধরণ নির্ণয়,আলোর ফাঁদ তৈরী,সেক্স ফেরোমেন ট্র্যাপ ব্যবহারের হার বৃদ্ধি করে কৃষিতে দ্রুত উন্নয়ন সম্ভব।

এ সংক্রামত্ম বিষয়ে সংশিস্নষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের সিদ্ধামত্ম গৃহীত হয়।

এ কে এম ফজলুল হক , উপ সহকারী কৃষি কর্মকর্তা

০২

পরিবার পরিকল্পনা

পরিবার পরিকল্পনা ÿÿত্রে সাফল্য আনতে হলে সকলকেই সচেতন হতে হবে। জনপ্রতিনিধিসহ জনগণের সহযোগিতা ও উদ্বুদ্ধকরণ একামত্মভাবে কাম্য। বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি যেমন- পিল, ভেসিকটমি, কনডম ইত্যাদি বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। উলেস্নখ করা হয় যে, ৭০০ এরও বেশী ইনজেকশন গ্রহীতা রয়েছে। পরিবার পরিকল্পনায় উৎসাহিত করার জন্য ভি জি এফ, ভি জি ডি এর মত খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচী বাড়ানো দরকার। 

এ সংক্রামত্ম বিষয়ে সংশিস্নষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের সিদ্ধামত্ম গৃহীত হয়।

মোছা:বীণা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও সংশিস্নষ্ট অন্যান্যরা

০৩

গ্রাম উন্নয়ন

সারম্নটিয়া ও চামারবাজাইল গ্রাম দু’টি জনবহুল দরিদ্র ও অবহেলিত এলাকা। এ এলাকার মানুষ যাতে অতি সহজে স্বাস্থ্যসেবা নিতে পারে সেজন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা অতীব জরম্নরি।

সংশিস্নষ্ট কর্তৃপÿÿর সুদৃষ্টি কামনার সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: নজরম্নল ইসলাম ইউ পি সদস্য ০৩ নং ওয়ার্ড

 

 

ক্র:

নং

আলোচ্যসূচী

             আলোচনা

   সিদ্ধামত্ম

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/

ব্যক্তি

০৪

প্রাণী সম্পদ উন্নয়ন

গবাদিপশু,হাঁসমুরগীর টিকাদান পদ্ধতি(৫ টি টিকা) সম্পর্কে বিবৃতি প্রদান করা হয়। আরো জনানো হয় পশুর রামফুলা,খুড়ারোগ,গো বসমত্ম, পাতলা পায়খানা প্রভৃতির বাৎসরিক টিকা ১ টি। হাঁস মুরগীর রাণীÿÿত ও কলেরা টিকা প্রদানের বিষয়েও বিষদভাবে আলোচনা করা হয়। সংকর জাতের ৩ টি ৫ লিটার দুধ বিশিষ্ট গাভী থাকলে কৃষকরা গাভীর খামারের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন বলে সুসংবাদ প্রদান করা হয়। কৃষকদের উন্নতজাতের ঘাস চাষ যেমন নেপিয়ার ঘাস চাষের বিষয়ে উৎসাহিত করা হয় এ ÿÿত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। প্রাণীদের ৩ মাস পর পর কৃমিনাশক বড়ি খাওয়ানো ও কৃত্রিম প্রজননের মাধ্যমে অষ্ট্রেলিয়ান দুধালো জাতের গাভী পালনের জন্য কৃষকদের উৎসাহিত করা হয়।  

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়

মো: দুলাল আহমেদ, ভেটেরিনারী ফিল্ড এসিস্ট্যান্ট

০৫

এলাকাভিত্তিক বিভিন্ন উন্নয়ন

প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের দায়িত্বে যারা নিয়োজিত আছে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরম্নত্বারোপ করা হয়। অত্র এলাকার গবাদিপশু ও হাঁস মুরগীর প্রাথমিক চিকিৎসা ও টিকা প্রদানের জন্য সংশিস্নষ্টদের সুদৃষ্টি কামনা করেন। গরম্নর ভ্যাকসিনের জন্য তারিখ ঘোষণার আবেদন জানান। তেলীগ্রাম বাজারস্থ ইউনিয়ন ভুমি অফিসের সামনে বর্ষাকালে পানি জমে জনদুর্ভোগের স্বীকার হয় বিধায় মাটি ভরাটের দাবী জানান। ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভবনটি তেলীগ্রাম বাজারে দ্রুত নির্মাণের আবেদন জানান।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়। ভবন নির্মাণে সংশিস্নষ্ট কর্তৃপÿÿর দৃষ্টি আকর্ষণ করার বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: এমদাদুল হক, ইউ পি সদস্য ০৩ নং ওয়ার্ড

০৬

স্বাস্থ্য

প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান । স্বাস্থ্য ভাল রাখতে হলে প্রয়োজনে ফুটিয়ে পানি পান করতে হবে। খাওয়ার আগে ও পায়খানা থেকে বের হয়ে অবশ্যই সাবান ব্যবহার করা প্রয়োজন। স্বাস্থ্যÿÿত্রে সাফল্য অর্জন করতে হলে জনসংখ্যা অবশ্যই সীমিত রাখা প্রয়োজন। উলেস্নখ্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রত্যেকেই নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে ও টিকাদান কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনা করা হচ্ছে । এÿÿত্রে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয় ।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়

মো: হেলাল উদ্দিন .

স্বাস্থ্য সহকারী

 

০৭

উন্নয়ন

উন্নয়নের রূপরেখা তৈরীর প্রধান বিষয় হচ্ছে ১ বছর,৩বছর/৫ বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। এÿÿত্রে অগ্রাধিকার প্রকল্পের তালিকা তৈরী অতীব জরম্নরি।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়

মো: আ: রহিম

সদস্য স্ট্যান্ডিং কমিটি

 

ক্র:

নং

আলোচ্যসূচী

             আলোচনা

   সিদ্ধামত্ম

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/

ব্যক্তি

০৮

উন্নয়ন সমন্বয়

উন্নয়ন সমন্বয় কমিটির সভা হচ্ছে লোকাল পার্লামেন্ট বা স্থানীয় সংসদ। সরকারের এটি একটি যুগোপযোগী ও বাসত্মবমূখী পদÿÿপ। এটির সঠিক চর্চার মাধ্যমে জনগণের কাংখিত লÿ্য ও উদ্দেশ্য সরাসরি আলোচনার মাধ্যমে সবার সামনে ফুটে উঠবে। সমস্যা ও সমাধানের বিভিন্ন প্রসত্মাবের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাংখিত উন্নয়ন সহজতর হবে। শিÿার সুষ্ঠু পরিবেশ গড়ার লÿÿ্য শিÿা ব্যবস্থাপনায় নিয়োজিত সকলকেই তৎপরতার সাথে কাজ করে যেতে হবে।

সিদ্ধামত্ম গৃহীত

মো: আ:মোতালেব সরকার, প্রতিনিধি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি

০৯

উন্নয়ন

বাসনা ও নয়াবিলা গ্রামের জনগণ যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে তার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী জানান। অত্র এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের নিমিত্তে নলকুপ স্থাপন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে স্যানিটারী টয়লেট স্থাপন প্রয়োজন।

সংশিস্নষ্ট কর্তৃপÿÿর সুদৃষ্টি আকর্ষণের সিদ্ধামত্ম গৃহীত হয়

মো: শাহজাহান মন্ডল, ইউ পি সদস্য ০১ নং ওয়ার্ড

১০

আইনশৃঙ্খলা

আইনশৃঙ্খলা জন উন্নয়নের অত্যাবশ্যক প্রয়োজনীয় বিষয়। আইনশৃঙ্খলার উন্নয়নে সকলকেই সচেতনতার সাথে কাজ করে যাওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনা এÿÿত্রে উলেস্নখযোগ্য ভুমিকা রাখতে পারে তাই এ বিষয়ে তৎপরতা বৃদ্ধির দাবী জানানো হয়। বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগী ভুমিকা পালনের জন্য ইপটিজিং ও এসিড নিÿÿপের মত জঘন্য কার্যক্রম অনেকটা হ্রাস পেয়েছে। এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা আবশ্যক।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: আবু সাঈদ

সদস্য স্ট্যান্ডিং কমিটি

১১

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা

গ্রামের হতদরিদ্র ও নি:স্ব জনতার স্বাস্থ্যসেবা দানে কমিউনিটি ক্লিনিক সরকারের একটি সুদূরপ্রসারী ও উন্নয়নমূখী চিমত্মার ফসল। এর মাধ্যমে গ্রামের গরীব মানুষগুলি অতি সহজেই স্বাস্থ্যসেবা পাওয়ায় মহা খুশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উলেস্নখযোগ্য ভুমিকার স্বীকৃতিস্বরম্নপ পুরস্কার প্রাপ্তি স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের কার্যক্রমে উৎসাহ প্রদান করেছে। বালিয়ান ইউনিয়ন স্বাস্থ্যসেবায় পুরস্কৃত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পার্শ্ববর্তী গ্রামে কমিউনিটি

ক্লিনিক না থাকায় তেলীগ্রাম কমিউনিটি ক্লিনিকে লোকজনের সমাগম হওয়ায় ঔষধ প্রদানে বিশেষ সমস্যা হচ্ছে। তাই পার্শ্ববর্তী এলাকায় আরও কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রসত্মাব করা হয়। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কিট্স প্রদানের প্রসত্মাব করা হয়। কমিউনিটি ক্লিনিকে বেশী মাত্রায় ঔষধ সরবরাহের দাবী করা হয়।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: হাফিজুর রহমান,

সি এইচ সি পি

 

ক্র:

নং

আলোচ্যসূচী

             আলোচনা

   সিদ্ধামত্ম

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/

ব্যক্তি

১২

উন্নযন সমন্বয়

ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা বর্তমান সময়ের জন্য একটি প্রশংশনীয় উদ্যোগ। এ ÿÿত্রে সকলের সহযোগিতা উদ্যোগকে আরও গতিশীল করবে। এর মাধ্যমে পশু পালন, মৎস চাষ, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে জনগণ অনেক তথ্য জানার সুযোগ পাবে ও বাসত্মবÿÿত্রে প্রয়োগেরও সঠিক দিক নির্দেশনা পাবে।

সংশিস্নষ্ট বিষয়ে পদÿÿপ গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: আবুল

হোসেন,

সদস্য স্ট্যান্ডিং

কমিটি

১৩

উন্নযন সমন্বয়

স্বাস্থ্য ও কৃষি সংশিস্ন্ষ্টরা যারা ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত তারা স্ব স্ব ÿÿত্রে গুরম্নত্বসহকারে কার্যক্রম চালালে কাংখিত সাফল্য অবশ্যই ঘটবে। কমিউনিটি ক্লিনিকে ঔষধ সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে বলে জনগণ অভিযোগ জানিয়েছে তাই এর আশু সমাধান কামনা করেন। বালিয়ান  হতে ইছাইল পর্যমত্ম যে খালটি যা কৃষিÿÿত্রে অনন্য অবদান রাখতে পারে তা ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে। খালটি খননের প্রয়োজনীয় পদÿÿপ গ্রহণের দাবী জানানো হয়।

সংশিস্নষ্ট বিষয়ে পদÿÿপ গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: বাবর আলী

ইউ পি সদস্য

০৪ নং ওয়ার্ড

১৪

এলাকাভিত্তিক

উন্নয়ন

বর্ষাকালে জলাবদ্ধতার জন্য ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হয় বিধায় বৈদ্যবাড়ী হাই স্কুল মাঠে মাটি ভরাট অতীব জরম্নরি । তাছাড়া বৈদ্যবাড়ী বাজারস্থ ঈদগাহ্ মাঠ ও মাঠ সংলগ্ন কবরস্থানে মাটি ভরাট খুবই জরম্নরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

মোছা: রেহানা

আক্তার লাইজু

ইউ পি সদস্য

সং: ০৭,০৮,০৯

নং ওয়ার্ড

১৫

উন্নয়ন

হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত,দুর্যোগ হ্রাস, স্বাস্থ্য,শিÿা ÿÿত্রে সরকারের পাশাপাশি এনজিওগুলি উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন ÿÿত্রে অবদান রাখছে। সবাইকে নিয়ে সুপরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়নে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। বাজেট থাকলে সৌহার্দ্য -২ , পপি এর পÿ থেকে খাল খনন কার্যক্রম সম্পাদনের আশ্বাস প্রদান করা হয়।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

মো: আ: আহাদ

এনজিও প্রতিনিধি

১৬

নারী উন্নয়ন

বর্তমানে নারীরা সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে পুরম্নষদের সাথে সমতালে নিজেদের সম্পৃক্ত রাখতে সÿম। তাই নারীদের অবহেলার দৃষ্টিতে না দেখে বরং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বা প্রকল্পে চাকরির সুযোগ সৃষ্টিতে সহায়তা করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, ইপটিজিং, নারী নির্যাতন, এসিড নিÿÿপ ইত্যাদি বন্ধে সকলকে সচেতনতার সাথে কাজ করে যেতে হবে। নারীদের জন্য শিÿার পরিবেশ আরও সুন্দর করতে হবে। এবং শিÿাÿÿত্রে নারীদের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে হবে। হতদরিদ্র নারীদের স্বাস্থ্যÿÿত্রে সুযোগ বৃদ্ধি করতে হবে।

উলিস্নখিত বিষয়ে সিদ্ধামত্ম গৃহীত হয়।

মোছা: লাকী আক্তার

নারী প্রতিনিধি

 

 

                 সমাপনী বক্তব্য:

 

                                    সভাপতি সাহেব তাঁর সমাপনী বক্তব্যে বলেন, কৃষি উন্নয়নমূলক কাজে ইউ পি কে সহযোগিতার হাত প্রসারিত করতে, মৎস চাষের প্রতি জনগণকে উদ্বুদ্ধ করতে,প্রাণী সম্পদের উন্নয়নে, শিÿার পরিবেশের উন্নয়নে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা থেকে কার্যকরী সেবা প্রদান করার ÿÿত্র প্রস্ত্তত করতে ইউ ডি সি সি সভা একটি বাসত্মবধর্মী পদÿÿপ। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করত  সকলের দোর গোড়ায় সেবা পৌঁছে দেয়ার ÿÿত্রে ইউ ডি সি সি সভার বিকল্প কিছু হতে পারেনা । সকলের ঐকামিত্মক ইচ্ছা,পদÿÿপ ও সহযোগিতা পারে এর কাংখিত লÿÿ্য পৌঁছানোর পথকে প্রসারিত করতে।

 

 

                                   অত:পর সভাপতি সাহেব উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং সকলকে কষ্ট করে অদ্যকার সভায় উপস্থিত হয়ে গুরম্নত্বপূর্ণ পরামর্শ ও প্রসত্মাবনা দিয়ে সভাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

                                                                                স্বাক্ষরিত

                                                                         তারিখ: ২০/০১/২০১৩

 

                                                                     এডভোকেট মো: মফিজ উদ্দিন মন্ডল

                                                                                    সভাপতি

                                                                  ইউনিয়ন ডেভেলপমেন্ট কো অর্ডিনেশন কমিটি ও

                                                                                     চেয়ারম্যান

                                                                        ০৪ নং বালিয়ান ইউনিয়ন পরিষদ

                                                                              ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।